স্কুলে বিস্ফোরণের পর আতঙ্ক, কমপক্ষে ২৯ শিক্ষার্থী নিহত


স্কুলে বিস্ফোরণের পর আতঙ্ক, কমপক্ষে ২৯ শিক্ষার্থী নিহত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইয়ের একটি উচ্চ বিদ্যালয়ে বৈদ্যুতিক বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়ে পড়লে পদদলিত হয়ে কমপক্ষে ২৯ জন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২৬০ জন আহত হয়। দুটি হাসপাতাল সূত্রের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (২৫ জুন) বাঙ্গুইয়ের বার্থেলেমি বোগান্ডা উচ্চ বিদ্যালয়ে অবস্থিত পরীক্ষা কেন্দ্রে ছয়টি স্কুলের ৫০০০ এরও বেশি শিক্ষার্থী তাদের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছিল। এমন সময় এই দুর্ঘটনা ঘটে।

হাসপাতালের একটি সূত্র রয়টার্সকে বলেছে, 'আমরা সত্যিই আশ্চর্য হয়ে পড়েছিলাম। এটা ভয়াবহ ছিল।'

তবে আরেকটি মেডিকেল সূত্র মৃতের সংখ্যা ৩১ বলে দাবি করেছে। সূত্রটি জানিয়েছে, বিস্ফোরণের শব্দে শিক্ষার্থীরা ভেবেছিল ভবনটি ধসে পড়বে।

তিনি রয়টার্সকে বলেন, আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু শিক্ষার্থী প্রথম তলা থেকে লাফিয়ে পড়ে। পরীক্ষার্থীদের বয়স প্রায় ১৮-২২ বছর।

শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্কুলের মূল ভবনে অবস্থিত একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছিল। এই ঘটনার ফলে আতঙ্কে 'অনেকজন গুরুতর আহত হয়েছেন, দুর্ভাগ্যবশত কিছু মৃত্যুও হয়েছে'।

মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×