ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান


ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে ইরানের সাম্প্রতিক মিসাইল হামলায়। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামলাগুলো প্রতিহত করতে তারা সক্রিয়ভাবে কাজ করছে এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিতের চেষ্টা চালানো হচ্ছে।

হামলার পরপরই ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিব, আশপাশের এলাকা এবং নেতানিয়াতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। সাধারণ নাগরিকদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সময় বুধবার (১৭ জুন) রাত ১০টা ৪৫ মিনিটে এই হামলা চালানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান এবার স্বল্পসংখ্যক মিসাইল নিক্ষেপ করেছে।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে যে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অনুমতি না পাওয়া পর্যন্ত কেউ আশ্রয়কেন্দ্র বা বোমা শেল্টার ত্যাগ করতে পারবে না।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×