পাল্টা হামলার মুখে যাত্রী ছাড়াই বিদেশে বিমান সরিয়ে নিচ্ছে ইসরায়েল


পাল্টা হামলার মুখে যাত্রী ছাড়াই বিদেশে বিমান সরিয়ে নিচ্ছে ইসরায়েল

ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলার পর ইসরায়েলে পাল্টা হামলার মুখে নিজেদের বিমানগুলো অন্য দেশে সরিয়ে নিচ্ছে ইসরায়েলি বিমান সংস্থাগুলো। তেল আবিবের এল আল, ইসরাইর, এবং আরকিয়া বিমান সংস্থার উধ্বৃতি দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন, বিমানগুলো যাত্রী ছাড়াই উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিমানবন্দরটিও বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিমান সংস্থা 'ইসরাইর' জানিয়েছে, তারা বিমানবন্দর থেকে তাদের বিমানগুলো সরিয়ে নিচ্ছে। এটি গত কয়েকদিন ধরে তৈরি হওয়া একটি 'আকস্মিক পরিকল্পনার' অংশ।

বিমান সংস্থা 'এল আল' একই কথা জানিয়ে জানিয়েছে। তবে ইসরায়েল থেকে বিমানগুলো কোথায় সরিয়ে নিচ্ছে, তা বলতে অস্বীকৃতি জানিয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য দেখায়, গত শুক্রবার থেকে বেশ কয়েকটি বিমান তেল আবিব ছেড়ে গেছে। এর মধ্যে বেশ কয়েকটি ফ্লাইট সাইপ্রাসে গেছে এবং বেশ কয়েকটি ইউরোপের বিমানবন্দরে উড়িয়ে নেওয়া হয়েছে। এরপর থেকে ধারাবাহিকভাবে বিমানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×