ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেবে ইরান : আইআরজিসি প্রধান


ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেবে ইরান : আইআরজিসি প্রধান

ইসরায়েলি হামলার পর কঠোর প্রতিশোধের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর। তিনি বলেন, তেহরান শিগগিরই ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে দেবে। খবর নূর নিউজের।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে এ বার্তা পাঠান আইআরজিসির নবনিযুক্ত কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর।

পাকপৌর বর্বর ইসরায়েলি সন্ত্রাসী হামলার ঘটনায় তার পূর্বসূরী ও সঙ্গীদের প্রতি সমবেদনা জানিয়ে ঘোষণা করেন, ‘অপরাধী ও অবৈধ ইহুদিবাদী শাসনব্যবস্থা ভয়াবহ এবং ধ্বংসাত্মক পরিণতির একটি তিক্ত ও বেদনাদায়ক পরিণতির মুখোমুখি হবে এবং শিগগিরই এই শিশু-হত্যাকারী শাসনব্যবস্থার জন্য নরকের দরজা খুলে দেওয়া হবে।’ 

ইসরায়েলি বাহিনী শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের রাজধানী তেহরানের আশপাশে এবং ইরানের অন্যান্য শহরে সামরিক হামলা শুরু করে। ছবিতে রাজধানীর বেশ কয়েকটি স্থানে ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন দেখা গেছে। প্রত্যক্ষদর্শী ও রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিকরা জানান, তারা নিহতদের মধ্যে নারী ও শিশুদের মৃতদেহ দেখতে পেয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×