দাবালনের পর এবার ভয়াবহ বন্যার কবলে ইসরাইল


দাবালনের পর এবার ভয়াবহ বন্যার কবলে ইসরাইল

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ডিমোনা এলাকায় ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে শহরের রাস্তাঘাট; বন্ধ হয়ে গেছে যান চলাচল। রোববার (৪ মে) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, শহরের বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়ায় জনসাধারণকে সতর্ক করা হয়েছে।

ইসরায়েলি পুলিশ সতর্কবার্তায় জানিয়েছে, “বন্যাকবলিত এলাকাগুলোতে প্রবেশ, প্লাবিত সড়ক, ঝর্ণা ও জলাশয়ের পাশে যাওয়া বা পার হওয়া জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।”

এছাড়া ভ্রমণকারী বা হাইকিংয়ে থাকা ব্যক্তিদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। যেকোনো হালনাগাদ তথ্যের জন্য ১০১ হটলাইনে কল অথবা পুলিশের চ্যাটবট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মাত্র এক সপ্তাহ আগেই, ৩০ এপ্রিল, তীব্র তাপদাহ ও দাবানালের কারণে ইসরায়েলের কয়েকটি এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। সেই রকম উষ্ণ ও শুষ্ক পরিস্থিতির পর এবার আকস্মিক প্রবল বৃষ্টিপাত নতুন করে দুর্যোগ ডেকে আনল।

তবে ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, ইসরায়েলে মৌসুমি বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি বছরে একাধিকবার দেখা গেলেও এবারের পরিস্থিতি ব্যতিক্রম এবং আশঙ্কাজনক।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×