ইমরান খানের স্ত্রী বুশরা বিবি নিখোঁজ!


ইমরান খানের স্ত্রী বুশরা বিবি নিখোঁজ!

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলেল প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সহধর্মিণী বুশরা বিবি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দলটির বিক্ষোভের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানাচ্ছে সংবাদ মাধ্যমগুলো। খবর দ্য ডেইলি গার্ডিয়ান ও রিপাবলিকের। 

পিটিআইয়ের ওই বিক্ষোভে ইমরান খানের মুক্তির দাবিতে আয়োজন করা হয়েছিল।

পুলিশের অভিযানে ওই বিক্ষোভ শেষ হয়ে যায়। এরপরই পিটিআই সংবাদ সম্মেলনের আয়োজন করে। যাতে দলটির শীর্ষ নেতা ও খাইবার পাখতুনখোয়ার (কেপি) মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরও উপস্থিত ছিলেন। 

তবে, সেখানে বুশরা বিবির অনুপস্থিতি সন্দেহ সৃষ্টি করে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে।

পিটিআইয়ের নেতা মরিয়ম ওয়াত্তু অভিযোগ করে বলেন, ‘বুশরা বিবিকে অপহরণ করা হয়েছে।’ যদিও দলের অন্য নেতারা এই দাবি নিশ্চিত করেননি।

মানসেহরায় উপস্থিতির খবর: এরই মধ্যে সংবাদ আসে যে, গান্দাপুর সরকারি অভিযান এড়িয়ে বেরিয়ে গেছেন এবং পরে বুশরা বিবির সঙ্গে তাকে কেপির পিটিআই-প্রভাবিত মানসেহরায় দেখা গেছে।

পিটিআই বিক্ষোভের সমাপ্তি ও সহিংস অভিযানে হতাহতের দাবি: বুধবার (২৭ নভেম্বর) ইসলামাবাদে মধ্যরাতে নিরাপত্তা বাহিনীর অভিযান শেষে পিটিআই তাদের বিক্ষোভ সমাপ্তির ঘোষণা করে। এই অভিযানে অন্তত চারজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। পিটিআই দাবি করেছে, হতাহতের সংখ্যা আরও বেশি এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শতাধিক সমর্থক নিহত হয়েছেন।

‘রেড জোন’-এ সহিংসতা: ওই দিন ইসলামাবাদের ‘রেড জোন’-এর উচ্চ নিরাপত্তা এলাকার ব্যারিকেড ভেঙে ঢুকেন বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ ও গুলি চালায়। এর ফলে, চারজন নিরাপত্তা কর্মী ও দুই পিটিআই সমর্থক নিহত হন।

এ দিকে, বুশরা বিবির নিখোঁজ হওয়ার বিষয়ে সরকার ও পিটিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য না আসলেও, সেখানকার পরিস্থিতি এখনও উত্তপ্ত

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×