পরীমণির জন্মদিনের উন্মাদনা চলছেই, দুই সপ্তাহ ধরে চলছে উৎসব


পরীমণির জন্মদিনের উন্মাদনা চলছেই, দুই সপ্তাহ ধরে চলছে উৎসব

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জন্মদিন ছিল ২৪ অক্টোবর। তবে নায়িকার জন্মদিনের আনন্দ-উৎসব শুরু হয়েছিল তারও প্রায় চার দিন আগে এবং এখনো তা অব্যাহত। প্রায় দুই সপ্তাহ ধরে পরীমণির ফেসবুক পোস্ট থেকে এই উন্মাদনার প্রমাণ পাওয়া যাচ্ছে।

প্রথম উদ্যোগ হয় ২১ অক্টোবর, জন্মদিনের তিন দিন আগে। নায়িকার টিমের সহকর্মী ও মেকআপ আর্টিস্ট অর্ক অগ্রিম কেক কাটেন, যা পরীমণি সামাজিক মাধ্যমে শেয়ার করেন।

জন্মদিনের আগের দিন, ২৩ অক্টোবর, পরীমণি মালয়েশিয়া রওনা হন। ধারণা করা হচ্ছে, তিনি বিশেষভাবে জন্মদিন উদযাপনের জন্য সেখানে যান।

জন্মদিনের দিন, ২৪ অক্টোবর, মালয়েশিয়ার লংকি আইল্যান্ডে সহকর্মীদের সঙ্গে কেক কেটে উদযাপন করেন তিনি। এদিন ফেসবুকে নিজের জন্মদিনের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, “এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়।”

এরপর ২৮ অক্টোবর, জন্মদিনের চার দিন পরও পরীমণি নিজেকে শুভেচ্ছা জানান। হাতে ফুলের তোড়া নিয়ে ছবি পোস্ট করে তিনি আনন্দ প্রকাশ করেন।

সবশেষ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি লিখেছেন, “নিজেকে জন্মদিনের শুভেচ্ছা।” ভিডিওতে দেখা যায়, পরীমণি মালয়েশিয়ার আলো-ছবি ভরা শহরের পেছনের কাঁচের জানালার সামনে একটি রেস্তোরাঁ বা হোটেলে দাঁড়িয়ে আছেন। ঘিয়ে রঙের ফ্লোরাল প্রিন্টের গাউন পরা তিনি মুখে উজ্জ্বল হাসি নিয়ে উপস্থিত। তার সামনে কয়েকটি সুন্দরভাবে সাজানো কেকের ওপর মোমবাতি জ্বলছে, যা পুরো পরিবেশকে আরও ঝলমলে করে তুলেছে।

ভিডিওর শুরুতে তিনি কেকগুলো দেখে মুগ্ধতা প্রকাশ করেন। এরপর হাত জোড় করে নিজেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছেন। ভিডিওটি দেখলে বোঝা যায়, তিনি নিজের জন্য আয়োজিত এই জমকালো জন্মদিনে ভীষণ আনন্দিত।

প্রায় দুই সপ্তাহ ধরে, এমনকি জন্মদিনের পাঁচ দিন পার হওয়ার পরও, পরীমণির জন্মদিনের উন্মাদনা ভক্তদের মনে জাগিয়ে রেখেছে যে, এই উদযাপন যেন শেষ হচ্ছে না।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×