মানববন্ধনের ডাক দিলেন সালমান ভক্তরা


মানববন্ধনের ডাক দিলেন সালমান ভক্তরা

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর অবশেষে মামলাটি অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপ নিয়েছে আদালতের নির্দেশে। এই সিদ্ধান্তে আবারও জেগে উঠেছে সালমানপ্রেমীদের আবেগ ও ক্ষোভ।

পরিবারের দাবি, সালমান শাহর মৃত্যু ছিল পরিকল্পিত হত্যা। মামলায় উঠে এসেছে তার সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ ১১ জনের নাম।

প্রিয় নায়কের ন্যায়বিচারের দাবিতে এবার রাস্তায় নামছে ভক্তরা।

আগামী শনিবার (১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজন করা হয়েছে মানববন্ধন কর্মসূচি। এতে অংশ নেবেন সারা দেশের সালমান ভক্তরা।

আয়োজক সংগঠন ‘সালমান শাহ’র ভক্তরা’ জানিয়েছে, প্রায় ২৯ বছর পেরিয়ে গেলেও সালমান শাহর রহস্যময় মৃত্যুর সঠিক তদন্ত শেষ হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হলেও এখনো মূল অপরাধীরা আইনের আওতায় আসেনি।

তারা আরও জানান, নবগঠিত হত্যা মামলার দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে সালমান ভক্তরা কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন। আয়োজক কমিটির এক সদস্য বলেন, “সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি ছিলেন বাংলাদেশের সিনেমার নবজাগরণের প্রতীক।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×