সালমানকে ভালোবেসে আমার ক্যারিয়ারের ‘বারোটা’ বেজেছে: ডন
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০১:৪০ পিএম, ২৮ অক্টোবর ২০২৫
ঢালিউডের চিরস্মরণীয় নায়ক সালমান শাহর রহস্যময় মৃত্যু নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি তার অপ্রাকৃত মৃত্যু মামলাকে হত্যার মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার প্রধান আসামি হিসেবে রয়েছেন সালমানের সাবেক স্ত্রী সামিরা হক। আর অন্যতম আসামি হিসেবে আছেন খল অভিনেতা আশরাফুল হক ডন, যিনি মামলায় ৪ নম্বর আসামি।
সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। পুলিশের সূত্রে জানা গেছে, ডন কয়েক দিনের মধ্যে আত্মসমর্পণ করার প্রস্তুতি নিচ্ছেন।
দেশের এক গণমাধ্যমকে তিনি বলেন, ‘সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। ৩০ বছর পালাইনি, এখন পালাব কেন? আমি বাসাতেই আছি। ভাবছি, দু-এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব। কারণ ৩০ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি। এর একটা সুরাহা হওয়া দরকার।’
ডন আরও জানান, ‘যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি, অভিনয়ের ভালো সুযোগ পাওয়ার আশায় হার্টথ্রব সালমান শাহর সঙ্গে জুটি গড়েছিলাম। মা-বউয়ের ভালোবাসা থেকে বঞ্চিত মানুষটির সুখ-দুঃখের সাথী হয়েছি। তাকে আনন্দে রাখার চেষ্টা করেছি। কিন্তু সালমানকে ভালোবেসে আমার ক্যারিয়ারের বারোটা বেজেছে। আজও ঘুরে দাঁড়াতে পারিনি। সালমানকে ভালোবেসেছি বলেই জীবনের প্রচণ্ড ঝড় মেনে নিয়েছি।’
তিনি আরও বলেছেন, ‘সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারছি না। আমিও তো মানুষ, আমারও তো বাঁচতে ইচ্ছে করে। সালমানকে ভালোবেসে অনেকেই আত্মহত্যা করেছে, আমি করিনি; এটাই কি আমার অপরাধ? আমি আত্মহত্যা করলেই কি সবাই খুশি হতো? ওপরে একজন আছেন, তিনি সব দেখেন। একদিন সত্য প্রকাশ হবেই, তবে আমি সেদিন দেখে যেতে পারব কি না জানি না।’
মৃত্যুর আগে সালমানের সঙ্গে শেষ সাক্ষাতের স্মৃতিও শেয়ার করেন ডন, ‘৩০ আগস্ট আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসি। সালমান বলেছিল, পরিচালক শিবলী সাদিক ভাইকে জানাতে যে সে ৩ সেপ্টেম্বর ঢাকায় এসে ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিংয়ে অংশ নেবে। আমি খবরটা পৌঁছে দিই। দুই দিনের ফাঁকে ভাবলাম বগুড়ায় ঘুরে আসি, কিন্তু বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারিনি। এরপর ৬ সেপ্টেম্বর ঝড়ের মতো খবর; সালমান শাহ আর নেই।’