জাতিসংঘের নারী শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির


জাতিসংঘের নারী শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির জাতিসংঘে পাকিস্তানি নারীদের জন্য নতুন জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি এই মর্যাদা পাওয়া দেশের দ্বিতীয় নারী তারকা।

এর আগে ২০১৫ সালে মুনিবা মাজারি প্রথম পাকিস্তানি নারী হিসেবে জাতিসংঘের শুভেচ্ছাদূতের দায়িত্ব পান।

পাকিস্তানি দৈনিক দ্য ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক ঘোষণার মাধ্যমে জানিয়েছে— “দক্ষ অভিনয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাবশালী উপস্থিতির কারণে সুপরিচিত অভিনেত্রী হানিয়া আমির এখন জাতিসংঘে নারীদের নতুন শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন।”

জাতিসংঘের পাকিস্তান অফিস জানিয়েছে, নারী ও মেয়েদের অধিকার ও কণ্ঠস্বর জোরদার, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে অনুপ্রেরণা সৃষ্টির জন্য নিজের প্ল্যাটফর্ম ব্যবহার করবেন হানিয়া আমির।

সংস্থা ও অভিনেত্রীর যৌথ প্রত্যাশা— পাকিস্তানের প্রতিটি নারী ও মেয়ে যেন সহিংসতা ও বৈষম্যমুক্তভাবে নিজের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে পারে।

লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে ইউএন উইমেন ও জাতিসংঘ দীর্ঘদিন ধরে কাজ করছে। বিশেষ করে বন্যা ও সংকটকালীন সময়ে পাকিস্তানি নারীদের জীবনমান উন্নয়নে সংস্থাটি নানা প্রকল্প পরিচালনা করছে। সাম্প্রতিক ভয়াবহ বন্যার পর তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নারীদের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে, যেখানে স্থানীয় নারীরা শিশুদের যত্ন নেওয়ার পাশাপাশি পরামর্শ ও আইনি সহায়তা পাচ্ছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×