গণঅভ্যুত্থানের ফসল ‘জুলাই সনদ’, নবজন্মের পথে বাংলাদেশ: ড. ইউনূস
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:৪৪ পিএম, ১৭ অক্টোবর ২০২৫

জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে এবং গণঅভ্যুত্থানের কারণে এই পরিবর্তন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি একই সঙ্গে এই সনদকে অভ্যুত্থানের “দ্বিতীয় অংশ” হিসেবে আখ্যায়িত করেন এবং সেই আন্দোলনের আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস বলেন, “জাতি আজ এক নবজন্মের সন্ধিক্ষণে রয়েছে। এই ঐতিহাসিক পরিবর্তন সম্ভব হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে, বিশেষ করে ছাত্র জনতার প্রচেষ্টায়।”
বক্তব্যের শুরুতেই তিনি অভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী ও রক্তদানকারী সাহসী ব্যক্তিদের স্মরণ করেন। পাশাপাশি যারা আহত হয়েছেন বা কষ্ট ভোগ করছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানান। “তাদের আত্মত্যাগের কারণে আজকের এই দিনটি সম্ভব হয়েছে, এবং পুরো জাতি তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে,” বলেন ড. ইউনূস।
সংবিধান ও সরকার পরিচালনায় আসা পরিবর্তনের প্রসঙ্গে ড. ইউনূস বলেন, গণঅভ্যুত্থানের সুযোগে পুরনো ও অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিয়ে জাতীয় জীবনে নতুন বিষয়গুলোকে স্থান দেওয়া হয়েছে। এই পরিবর্তনের মূল অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে সংবিধানে সংশোধনী এবং সরকারের কার্যক্রম সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি নিশ্চিত করেন, এই পরিবর্তনের মধ্যে অনেক নতুন দিক এবং বিষয় অন্তর্ভুক্ত হয়েছে, যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক জীবনকে প্রভাবিত করবে।