আজকের দিনটি পৃথিবীর জন্য বড় উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা


আজকের দিনটি পৃথিবীর জন্য বড় উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আজকের এই দিনটি যে পেলাম, এটি এক মহান দিন। এর কথা ভাবলেই গা শিউরে ওঠে। এটি শুধু আমাদের জাতির জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় পাঠ্যপুস্তকে এ নিয়ে আলোচনা হবে, বিভিন্ন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা পরীক্ষা-নিরীক্ষা করবে।”

শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস আরও বলেন, “ঐকমত্য কমিশন গঠনের সময় মনে হয়েছিল, হয়তো দুই-একটি বিষয়ে দলগুলোকে একমত করাই সম্ভব হবে। রাজনৈতিক দলের বক্তব্য শুনে মনে হচ্ছিল কেউ কারো কথা শুনবে না। তাই আমরা কিছুটা আশঙ্কার সঙ্গে কাজ শুরু করেছিলাম। প্রফেসর আলী রীয়াজকে দায়িত্ব দিয়েছিলাম। তিনি ধীরে ধীরে অগ্রসর হওয়ার জন্য নিখুঁত পথ দেখান। অবাক হওয়ার মতো বিষয়, সারাদেশ দেখলো—সব রাজনৈতিক দল শুধু আলাপ করেনি, চমৎকার আলাপ করেছে। গভীর জ্ঞানের সঙ্গে আলোচনা হয়েছে এবং সেটা সৌহার্দ্যপূর্ণ ছিল।”

তিনি জানান, “দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, যারা বিভিন্ন জায়গায় আছেন, তারা টেলিভিশনে ধারাবাহিকভাবে আলোচনা দেখেছেন। তারা শুনেছেন কীভাবে নেতারা তাদের নীতি ও বক্তব্য তুলে ধরছেন। শুধু শুনেই ক্ষান্ত হয়নি, মানুষ মনে মনে অংশগ্রহণ করেছে, ঘরে বসে তর্ক-বিতর্ক করেছে এবং নিজেদের মধ্যে আলোচনায় যুক্ত হয়েছে। রাজনৈতিক আলোচনায় সমগ্র জাতিকে যুক্ত করা হয়েছে।”

ড. ইউনূস বলেন, “প্রথমে কেউ তাৎক্ষণিকভাবে রাজি হয়নি। মনে হচ্ছিল, কয়েকটি বিষয়েই সীমাবদ্ধ থাকা সম্ভব। কিন্তু ধাপে ধাপে, যতই জটিল বিষয় হোক না কেন, দলগুলো ঐক্যমতে এসেছে। আজ আমরা একটি দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ প্রণয়ন করতে পারছি। আমাদের ঐক্যমত কমিশনের সদস্য ও রাজনৈতিক দলের সকল সদস্যকে অশেষ ধন্যবাদ—তাদের চেষ্টা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে। মানুষ ভাববে, তারা কীভাবে অসম্ভবকে সম্ভব করেছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×