ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন লন্ডনে চিকিৎসাধীন


ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন লন্ডনে চিকিৎসাধীন

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তার ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বাবার অসুস্থতার খবর প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে দোয়া চান।

মিরাজুল মইন জয় জানান, চলতি বছরের শুরু থেকেই ইলিয়াস কাঞ্চনের শারীরিক জটিলতা দেখা দেয়। কথা বলতে সমস্যা হতো, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছিল। গত ৯ এপ্রিল ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে পরীক্ষার পর তার মাথায় টিউমার শনাক্ত হয়। এরপর নিউরোসায়েন্স ইনস্টিটিউটের মেডিক্যাল বোর্ড ঝুঁকি বেশি হওয়ায় অপারেশনের পরামর্শ দেয়নি। ফলে ২৬ এপ্রিল তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়।

পরে লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে প্রাথমিক পরীক্ষা শেষে গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে টিউমারটি গভীরে থাকায় পুরোপুরি অপসারণ সম্ভব হয়নি। আংশিক অপারেশনের পর অবশিষ্ট অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

আগামী ছয় সপ্তাহে টানা ৩০টি সেশন সপ্তাহে পাঁচ দিন করে রেডিয়েশন ও কেমোথেরাপি চলবে। এর পরের চার সপ্তাহ তাকে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে থাকতে হবে। চিকিৎসকরা অনুমতি দিলে তখন তিনি দেশে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন জয়।

তিনি আরও বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসা কঠিন ও ব্যয়বহুল হলেও আমরা তার সুস্থতার আশায় আছি। দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাই।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×