বক্স অফিসে ‘রঘু ডাকাত’ কত আয় করল


বক্স অফিসে ‘রঘু ডাকাত’ কত আয় করল

শারদীয় উৎসবের আবহে টলিউডে চলছে জমজমাট প্রতিযোগিতা। পূজা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছে দেব অভিনীত ‘রঘু ডাকাত’। মহাষ্টমীর দিনে ছবিটি বক্স অফিসে ৯১ লক্ষ টাকার ব্যবসা করে চমক দেখিয়েছে, যা বিশেষজ্ঞদেরও বিস্মিত করেছে।

শুরুতে দেব-শুভশ্রীর জুটির ছবি 'ধূমকেতু'র তুলনায় কিছুটা ধীরগতিতে পথচলা শুরু করলেও পূজার ছুটির আবহে ক্রমেই গতি পেয়েছে ‘রঘু ডাকাত’। বিশেষ করে মহাষ্টমীতে ছবিটি বক্স অফিসে যেন ‘দেব ধামাকা’ উপহার দিয়েছে।

ছবিকে ঘিরে বিতর্ক, রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে দেবের কথোপকথন থেকে শুরু করে প্রেক্ষাগৃহে শো কমিয়ে দেওয়ার অভিযোগ—কোনো কিছুই থামাতে পারেনি এই ছবির জনপ্রিয়তা। মুক্তির প্রথম দিন থেকেই এটি প্রতিদ্বন্দ্বী বড় রিলিজ ‘রক্তবীজ ২’-কে পেছনে ফেলেছে, আর সময়ের সঙ্গে ব্যবধান আরও বেড়েছে।

যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক আয়সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়নি। তবে ভারতীয় গণমাধ্যমের হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম ৬ দিনে ‘রঘু ডাকাত’ মোট ৩.৭ কোটি টাকার ব্যবসা করেছে। শুধু মহাষ্টমীর দিনই ছবিটি আগের দিনের তুলনায় ৭ লক্ষ টাকা বেশি আয় করেছে।

অন্যদিকে, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী ও ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘রক্তবীজ ২’-এর ব্যবসাও বাড়ছে, তবে দেবের ছবির তুলনায় অনেকটা পিছিয়ে। মহাষ্টমীতে ছবিটির কালেকশন ছিল ৫৬ লক্ষ টাকা, আর মোট আয় দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লক্ষ টাকায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×