বন্ধুত্ব থেকে বিয়ে রোমান্টিক জুটি সোহিনী সরকার শোভন গাঙ্গুলীর
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৬:৩৮ পিএম, ০১ অক্টোবর ২০২৫

বন্ধুত্ব দিয়ে শুরু, তারপর প্রেম, আর সবশেষে বিবাহ দীর্ঘদিন ধরে টলিপাড়ার আলোচিত জুটি অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গাঙ্গুলী এখন পুরোপুরি সংসারী। দীর্ঘ সময় গোপন রাখার পর, এখন তারা তাদের সম্পর্ক উন্মুক্তভাবে প্রকাশ করছেন।
সম্প্রতি অভিনেত্রীর জন্মদিনে শোভন সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীকে ঘিরে প্রেমময় শুভেচ্ছা জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, তার জন্য অপেক্ষা করা সকাল থেকে রাত পর্যন্ত, জলের মতো সহজ হয়ে হলেও আশেপাশের গাছপালা থেকে মানুষজনকে সামলে রাখে। জীবনে ভালো কিছু করার সুবাদে মেয়েটাকে পাওয়া, আর ছাড়ে কে আজ আমার রাজকন্যার জন্মদিন। পোস্টে তারা নিজেদের ঘোরাঘুরির কিছু ছবি ও শেয়ার করেছেন।
এই যুগল ২০২৪ সালের জুলাইয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এক বর্ষণমুখর দিনে দক্ষিণ চব্বিশ পরগনার এক খামারবাড়িতে ঘরোয়া পরিবেশে আইনি মতে তাদের বিয়ে সম্পন্ন হয়। মাত্র কয়েকজন আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন। ১৫ জুলাই চার হাত এক হওয়ার পর থেকে সোহিনী ও শোভন তাদের ব্যক্তিগত জীবনের সুন্দর মুহূর্তগুলো প্রকাশ্যে তুলে ধরছেন।