হঠাৎ বোরকায় পরীমণি!
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৬:৪৩ পিএম, ০১ অক্টোবর ২০২৫

চিত্রনায়িকা পরীমণি ব্যক্তিগত জীবনে যতই আলোচিত হন, কর্মজীবনে তিনি সাফল্যের নিজস্ব উচ্চতায় পৌঁছেছেন। ব্যক্তিজীবনে তিনি প্রেমের পরিণতি হিসেবে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। তাদের সংসারে জন্ম নেন ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’।
সম্পর্কের জটিলতায় ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে দম্পতি বিচ্ছেদের পথ গ্রহণ করেন। বর্তমানে পরীমণির সময় কাটছে কাজের পাশাপাশি ছেলে রাজ্য ও দত্তক মেয়ের সঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় তিনি প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো খুনসুটির মুহূর্ত শেয়ার করেন। সম্প্রতি তিনি ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দুজনকে কালো বোরকা পরিয়ে রাখা দেখা গেছে।
ভিডিওতে শোনা যায়, ‘ছোটবেলায় রাজ্য আমাকে মা ডাকতো, এখন আম্মু ডাকা শুরু করেছে।’ পরী মূলত বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়েছিলেন।
ভিডিওর ক্যাপশনে পরী লিখেছেন, “আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটোখাট একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করেনি। বড়জনকে দেখেন কি করে।” সাথে তিনি ভালোবাসার ইমোজিও সংযোজন করেছেন।