‘আমি পালাবো না, কোরআনের কসম’


‘আমি পালাবো না, কোরআনের কসম’

বরিশাল থেকে জুলাই গণহত্যা মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার (২৪ আগস্ট) বিশেষ অভিযানের মাধ্যমে তাকে বরিশাল থেকে আটক করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। সিআইডি জানায়, বরিশাল থেকে তাকে ঢাকায় এনে আজই আদালতে হাজির করা হবে।

গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি পুলিশকে বলেন, “আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী ৬ মাসের গর্ভবতী।”

তোলা গাড়িতে যাওয়ার আগে তাকে জিজ্ঞেস করা হয়, “এ কি ভাড়া বাসা?” উত্তরে তৌহিদ আফ্রিদি জানান, “এটা আমার দাদার বাড়ি, বাবা গ্রেপ্তার হওয়ার পর দাদার কবর জিয়ারতের জন্য বরিশালে এসেছি।”

তিনি আরও বলেন, “আমি পালাবো না। কোরআনের কসম। আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে তা সবাই জানে।”

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে, এছাড়া অজ্ঞাত ১৫০ জনকে সংযুক্ত করা হয়েছে। এই তালিকায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।

মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

এর আগে ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথিকে গ্রেপ্তার করে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×