তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারে আলটিমেটাম


তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারে আলটিমেটাম

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটি জানিয়েছে, আফ্রিদি শুধু বর্তমান সরকারের আমলেই নয়, ১৫ আগস্ট আওয়ামী লীগের ক্যাম্পেইন চলাকালেও অর্থায়নের সঙ্গে জড়িত ছিলেন।

রোববার (১৭ আগস্ট) জেআরএ-এর ফেসবুক পেজে পোস্ট করে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ডিএমপি কমিশনার মহোদয়, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব) এবং জুলাই ঐক্যের পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য আর মাত্র ২৬ ঘণ্টা সময় বাকি। আফ্রিদি বাংলাদেশেই আছেন। এই ছবিটি গতকালের। কোনো নাটক চলবে না, সরাসরি গ্রেপ্তার করতে হবে।

তবে গ্রেপ্তারের এই আলটিমেটাম বিষয়ে এখনো সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এরই মধ্যে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের হওয়া যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

প্রসঙ্গত, গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় নাসির উদ্দিন সাথী, তার ছেলে তৌহিদ আফ্রিদি ও শেখ হাসিনাসহ মোট ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন মো. জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×