আর্টসেলকে ১২ ঘণ্টার আল্টিমেটাম, ক্ষতিপূরণ দাবি


আর্টসেলকে ১২ ঘণ্টার আল্টিমেটাম, ক্ষতিপূরণ দাবি

গত শুক্রবার (১৫ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ‘৩৬ জুলাই মুক্তির উৎসব উদযাপন কমিটি’-এর আয়োজনে একটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় ব্যান্ড আর্টসেল-এর। তবে সব প্রস্তুতি শেষ হওয়ার পরও শেষ মুহূর্তে কনসার্টটি বাতিল করে ব্যান্ডটি।

এ ঘটনায় আয়োজক কমিটির অন্যতম উদ্যোক্তা সালাউদ্দিন আম্মার রোববার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ব্যান্ডটির প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ক্ষতিপূরণ দাবি করেন।

আম্মার তার পোস্টে আর্টসেল এবং ব্যান্ডের ভোকালিস্ট লিংকন ডি’কস্তাকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে লেখেন, “আজকের মধ্যে আপনারা সিদ্ধান্ত জানাবেন; ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে ক্ষমা চাইবেন।”

তিনি আরও লেখেন, “মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ তালিকা দেওয়া হয়েছে। এটা না দিলে কোন কোন আইনে মামলা হবে সেটার তালিকা আমরা প্রস্তুত করছি এবং আগামীর কানাডা সফর বাতিলের আওয়াজ তুলব আমরা।”

আম্মার অভিযোগ, আর্টসেল শেষ মুহূর্তে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ রেখে কনসার্ট বাতিল করেছে।

অন্যদিকে আর্টসেলের ব্যান্ড ম্যানেজার বাঁধন বর্মণ অভিযোগ অস্বীকার করে বলেন, “১৪ আগস্ট রাতে আমাদের ভোকাল লিংকন ভাই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে বাদ দিয়ে তো কিছু করা সম্ভব নয়। তাই কনসার্টটি করতে পারিনি। যারা আমাদের এই কনসার্টে আমন্ত্রণ জানিয়েছিলেন, তারা আমাদের ভালোবাসেন বলেই ডেকেছিলেন। শিগগিরই সংবাদ সম্মেলন করে সবকিছু জানানো হবে।”

এর আগে ব্যান্ডটির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছিল, “অনিবার্য কারণে আমরা ১৫ আগস্টের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনসার্টে অংশগ্রহণ করছি না।”

এদিকে হঠাৎ কনসার্ট বাতিল করায় আয়োজক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। আয়োজকদের দাবি, মঞ্চ, ডেকোরেশনসহ সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ব্যান্ডটি ফেসবুকে কনসার্ট বাতিলের ঘোষণা দেয়, যার ফলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×