অশ্লীল কনটেন্টের অভিযোগে 'উল্লু'সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে ভারত


অশ্লীল কনটেন্টের অভিযোগে 'উল্লু'সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে ভারত

ভারতে অনলাইনে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ‘উল্লু’সহ বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের ওপর জনসাধারণের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার (২৬ জুলাই) এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

নিষিদ্ধ তালিকায় শুধু উল্লু নয়, অন্তর্ভুক্ত রয়েছে এএলটিটি এবং দেশিফ্লিক্সের মতো পরিচিত প্ল্যাটফর্মও। এদের বিরুদ্ধে ভারতের একাধিক গুরুত্বপূর্ণ আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে।

প্রাপ্ত তথ্যমতে, এই প্ল্যাটফর্মগুলো তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৬৭ এবং ৬৭এ ধারা, ২০২৩ সালের নবনির্মিত ফৌজদারি বিধির ২৯৪ ধারা এবং ১৯৮৬ সালের নারীর অশালীন উপস্থাপন প্রতিরোধ আইনের ৪ নম্বর ধারা লঙ্ঘন করেছে বলে প্রমাণ পাওয়া গেছে।

এই পদক্ষেপের পেছনে সমন্বিতভাবে কাজ করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা। একসঙ্গে কাজ করে তারা এই ওটিটি সেবা নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করে।

এএনআই আরও জানিয়েছে, দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংশ্লিষ্ট ইন্টারনেট সেবাদাতাদের নির্দেশ দিয়েছে যেন উল্লিখিত অ্যাপ এবং ওয়েবসাইটগুলো ব্লক করে দেওয়া হয়।

ভারত সরকার বলছে, নারী ও শিশুকেন্দ্রিক আপত্তিকর কনটেন্ট যাতে আরও ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতেই অন্তত ১৪টি অ্যাপ এবং ২৬টি ওয়েবসাইট এই দফায় নিষিদ্ধ করা হয়েছে।

সূত্র: এএনআই

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×