শেহজাদকেও তেমন সময় দিব, যেমন আব্রামকেও দিয়েছিলাম: শাকিব খান
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৭:১৮ পিএম, ২৫ জুলাই ২০২৫

ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত চলচ্চিত্র তাণ্ডব এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাগৃহেও সাড়া ফেলেছে। ছবির প্রচার, নতুন প্রজেক্টের প্রস্তুতি এবং ব্যক্তিগত কিছু কাজের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা।
সম্প্রতি কয়েকটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শাকিব খান। এরপর প্রায় দুই সপ্তাহের মাথায় ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রওনা দেন চিত্রনায়িকা শবনম বুবলী। জানা গেছে, গত বৃহস্পতিবার তারা দেশ ছেড়েছেন।
বুবলী ও তার সন্তান কিছুদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন বলে জানা গেছে। সফরের উদ্দেশ্য মূলত প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সম্পন্ন করা। এই তথ্য নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই।
এক সাক্ষাৎকারে শাকিব বলেন, ‘শেহজাদের মা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে আসছে। শেহজাদের কিছু দরকারি কাজ আছে, তার মায়েরও আছে। যেহেতু আমি এখন এখানে, বাবা-ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারব। সব সময় তো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দেওয়া হয় না, এবার চেষ্টা করব শেহজাদকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে।’
তিনি আরও বলেন, ‘শেহজাদকেও সেভাবেই সময় দিব, যেমনটা এর আগে এখানে আব্রামকেও সময় দিয়েছিলাম। সবার কাছে আমি প্রিয় তারকা হলেও আব্রাহাম ও শেহজাদের কাছে আমি তাদের বাবা।’
এর আগেও একই ধরনের অনুভূতি প্রকাশ করেছিলেন শাকিব। দুই বছর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আব্রাহামকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছি, এখন শেহজাদের সঙ্গেও সেটা করতে চাই। আমার দুই সন্তানের প্রতিই রয়েছে সমান ভালোবাসা।’
উল্লেখ্য, শাকিব খানের দুই সন্তান রয়েছে। অপু বিশ্বাসের সঙ্গে প্রথম সন্তান আব্রাম খান জয়, যিনি ২০১৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। আর দ্বিতীয় সন্তান শেহজাদ খান বীর, শবনম বুবলীর সঙ্গে তার সম্পর্ক থেকে জন্ম নেওয়া, যিনি ২০২০ সালে যুক্তরাষ্ট্রে জন্মান।