আহতদের জন্য দোয়া করলেন শাকিব খান


আহতদের জন্য দোয়া করলেন শাকিব খান

ঢাকার উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন, আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি। বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর ভেঙে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনাটি গোটা দেশজুড়ে গভীর শোকের ছায়া ফেলেছে।

ঘটনার পরপরই দেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকা শাকিব খান তার ভক্ত ও অনুসারীদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শাকিব খান লেখেন, “আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন।”

এই হৃদয়বিদারক ঘটনার প্রতি শোক প্রকাশ করে তিনি আরও বলেন, “রাজধানীর উত্তরার একটি শিক্ষা প্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×