জাপানি অভিনেত্রী নাগিকো তোনোর মরদেহ অ্যাপার্টমেন্টে উদ্ধার, চলছে তদন্ত
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৯:১৪ পিএম, ২০ জুলাই ২০২৫

জাপানের বিনোদন জগতকে নাড়িয়ে দিয়েছে জনপ্রিয় অভিনেত্রী নাগিকো তোনোর অকালমৃত্যুর খবর। বৃহস্পতিবার, ১৭ জুলাই, তার পরিবার আনুষ্ঠানিকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
জাপান নিউজের বরাতে জানা গেছে, চলতি মাসের ৩ জুলাই টোকিওর তোশিমা ওয়ার্ডে অবস্থিত নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় ৪৫ বছর বয়সী এই শিল্পীর মরদেহ। ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত করা হয়েছে, মরদেহটি নাগিকো তোনোর।
পুলিশ সূত্র জানিয়েছে, মরদেহে কোনো ধরনের বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। একইসঙ্গে অ্যাপার্টমেন্টে ভাঙচুর বা জোরপূর্বক প্রবেশের প্রমাণও মেলেনি। তদন্তকারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, এটি কোনো অপরাধমূলক ঘটনার ফল নয়। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয় এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
নাগিকো তোনো তার অভিনয়জীবন শুরু করেন শিশু শিল্পী হিসেবে। ১৯৯৯ সালে এনএইচকের জনপ্রিয় টেলিভিশন নাটক সুজুরান-এ প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকমহলে তুমুল সাড়া ফেলেন। এরপর থেকে নিয়মিতভাবে তিনি দুই ঘণ্টার বিশেষ নাটক, বিভিন্ন টিভি প্রোগ্রাম, চলচ্চিত্র ও মঞ্চনাটকে কাজ করে গেছেন।
তার হঠাৎ প্রয়াণে গভীর শোক ছড়িয়ে পড়েছে জাপানের বিনোদন মহলে। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন।
প্রসঙ্গত, নাগিকো তোনো ছিলেন এক প্রতিভাবান এবং বহুমুখী অভিনয়শিল্পী, যিনি ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা পর্যন্ত নিজের দক্ষতায় জয় করে নিয়েছিলেন অগণিত দর্শকের হৃদয়।