ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: প্রস্তাবের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ
- শিক্ষা ডেস্ক
- প্রকাশঃ ০১:৪৫ পিএম, ১৩ অক্টোবর ২০২৫

রাজধানীর সাত সরকারি কলেজকে একত্র করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের প্রস্তাবের বিরুদ্ধে শিক্ষার্থীরা শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা, যারা ‘আসন্ন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের কারণে অন্য কলেজ উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের যে অস্তিত্বসংকট সৃষ্টি হয়েছে, তার পূর্ণাঙ্গ নিরসনের লক্ষ্যে- অস্তিত্বের সংগ্রাম’ শীর্ষক ব্যানার নিয়ে আন্দোলনে অংশ নেন। তারা কলেজের শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, “আসন্ন ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের কারণে আমাদের কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। আমরা এই সংকটের পূর্ণাঙ্গ সমাধান চাই।”
অংশগ্রহণকারীরা আরও বলেন, সরকার যদি নতুন বিশ্ববিদ্যালয় গঠন করতে চায়, তবে বিদ্যমান কলেজগুলোর কাঠামো ও স্বাতন্ত্র্য নষ্ট না করে আলাদা উদ্যোগ নেওয়া উচিত। শিক্ষার মান উন্নয়ন বা প্রশাসনিক সুবিধার নামে কলেজের ঐতিহ্য নষ্ট করা যাবে না।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে আলাদা করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। এই সাত কলেজ হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।