‘হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য’ করার প্রস্তাব নিয়ে ইমিকে প্রশ্ন করায় ক্ষেপলেন মেঘমল্লার বসু
- শিক্ষা ডেস্ক
- প্রকাশঃ ০৬:৫৮ পিএম, ১৯ আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান ডাকসু নির্বাচনের প্রেক্ষাপটে তৎকালীন প্রস্তাব নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। ২০১৯ সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব করেছিলেন শামসুন্নাহার হলের সাবেক ভিপি ও বাম গণতান্ত্রিক ছাত্র জোটের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি। এ সংক্রান্ত পুরোনো ফেসবুক পোস্ট নিয়ে সম্প্রতি নানা আলোচনা ছড়িয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ইমিকে এ বিষয়ে প্রশ্ন করলে একই প্যানেলের জিএস প্রার্থী মেঘমল্লার বসু ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান।
২০১৯ সালের ডাকসু নির্বাচনের পর বিজয়ী হিসেবে ইমি তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য হিসেবে দেখতে চেয়েছিলেন। ফেসবুকে দেওয়া পোস্টেও এ দাবি প্রকাশ পায়। এবারের ডাকসু নির্বাচনে ইমি শামসুন্নাহার হল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বাম জোটের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে লড়ছেন।
এ বিষয়ে প্রশ্নের উত্তরে মেঘমল্লার বসু বলেন, “এটা নিয়ে আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান সেটা করতে পারেন, কিন্তু এই প্রেস কনফারেন্সের পর। ইমি আপা ক্যাম্পাসেই আছেন, উনাকে ব্যক্তিগতভাবে করতে পারেন। কিন্তু একটা সেন্ট্রাল বিষয়ের সংবাদ সম্মেলনে এ বিষয়ে আমরা কথা বলতে চাই না।”
তিনি আরও যোগ করেন, “আমরা মনে করি এটার মাধ্যমে একটি মিডিয়া ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। যারা ২০২৩ সালের আগ পর্যন্ত শেখ হাসিনার পক্ষে কথা বলেছে, তাদেরও আমরা এই বিষয়ে উত্তর দিইনি। এই ইস্যুতে আমরা আলোচনার সময় নষ্ট করতে চাই না। এটাকে আমরা একটি ট্র্যাপ হিসেবেও মনে করছি।”
এর আগে সোমবার (১৮ আগস্ট) ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণতান্ত্রিক ছাত্র জোটের প্রার্থী ইমি ও মেঘমল্লার বসুসহ অন্যান্যরা। তবে ওই দিন তারা কোনো প্যানেল ঘোষণা করেননি। পরবর্তীতে মঙ্গলবার পুরো প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।