২০২৪ সালের ছাত্র আন্দোলন স্মরণে ইউল্যাবে ‘রিমেম্বারিং দ্য জুলাই’


২০২৪ সালের ছাত্র আন্দোলন স্মরণে ইউল্যাবে ‘রিমেম্বারিং দ্য জুলাই’

২০২৪ সালের ছাত্র আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আয়োজন করেছে একটি আলোচনা অনুষ্ঠান। ‘রিমেম্বারিং দ্য জুলাই’ শীর্ষক এ আয়োজনে শিক্ষার্থীদের অভিজ্ঞতা, আন্দোলনের পটভূমি এবং এর সামাজিক-মানসিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউল্যাবের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান।

আলোচনায় অংশ নেওয়া বক্তারা গত বছরের আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের দাবিগুলো, তা বাস্তবায়নের প্রক্রিয়া এবং পুরো ঘটনার সমাজ ও শিক্ষাঙ্গনের ওপর প্রভাব নিয়ে গভীর বিশ্লেষণ করেন।

প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, আন্দোলনের অভিজ্ঞতা কীভাবে তাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনায় পরিবর্তন এনেছে।

আলোচকদের মধ্যে ছিলেন প্রফেসর সুমন রহমান, ডিন, স্কুল অব সোশ্যাল সায়েন্স; প্রফেসর আজফার হোসেন, সামার ডিস্টিংগুইশড প্রফেসর, ইংরেজি ও মানবিক বিভাগ; সৈয়দা সাদিয়া মেহজাবিন, সিনিয়র লেকচারার, স্কুল অব সোশ্যাল সায়েন্স; ওলিউর রহমান সান, লেকচারার, ইংরেজি ও মানবিক বিভাগ; এবং মি. অপূর্ব জাহাঙ্গীর, ডেপুটি প্রেস সেক্রেটারি টু দ্য চিফ অ্যাডভাইজার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×