এনসিপির নতুন অঙ্গ সংগঠনের আত্মপ্রকাশ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:১৪ পিএম, ১৭ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী নতুন অঙ্গসংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’ শুক্রবার (১৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। রাজধানীর বাংলামোটরে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের শীর্ষ নেতা ও কর্মীরা।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদে স্বাক্ষর করা হলেই জাতীয় ঐক্য তৈরি হবে না, জাতীয় ঐক্যের নামে জাতিকে প্রতারণা করা হচ্ছে। সমাজের সব শ্রেণি ও পেশার মানুষ একত্রিত হয়ে লড়াই করার মধ্যেই সত্যিকারের জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়।”
তিনি আরও বলেন, “কিছু মানুষ জাতীয় ঐক্যকে শুধুমাত্র রাজনৈতিক দলের ঐক্য হিসেবে দেখে। কিন্তু বাস্তবে জাতীয় ঐক্য হলো সব শ্রেণিপেশার মানুষের মধ্যে ঐক্য। আজকেও জুলাই সনদের নামে কিছু রাজনৈতিক দল স্বাক্ষর করতে যাচ্ছে—এটি কোনো জাতীয় ঐক্য নয়।”
এছাড়া নাহিদ ইসলাম অভিযোগ করেন, শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন অবহেলা করা হচ্ছে। অনুষ্ঠানে তিনি জাতীয় শ্রমিক শক্তি’র নেতৃত্ব ঘোষণা করেন। সংগঠনটির উদ্দেশ্য হলো শ্রমিক শ্রেণির দীর্ঘদিনের বঞ্চনা দূর করা, তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং রাজনৈতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা।
বক্তব্য শেষে জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক, সদস্যসচিব ও আহ্বায়কের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম। মুখ্য সংগঠক আরমান হোসেন, সদস্য সচিব রিয়াজ মোরশেদ, আহ্বায়ক হবেন মাজহারুল ইসলাম ফকির।