ষষ্ঠ পেরিয়ে সপ্তম বর্ষে সোহরাওয়ার্দী কলেজের ডিবেটিং ক্লাব
- শিক্ষা ডেস্ক
- প্রকাশঃ ১০:০৭ এম, ৩০ জুলাই ২০২৫

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী এবং আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূর্ড়ান্ত পর্ব অনু্ষ্ঠিত ।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় কলেজটির শহীদ সাংবাদিক মেহেদী হাসান অডিটোরিয়ামে সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হয়। এই চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে "মহাপ্রলয়" ও "শিখা" দল। মহাপ্রলয় দলের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আলিফুর রহমান আলিফ, আয়শা মনি ও মুহাম্মদ আল আমিন। শিখা দলের পক্ষে ছিলেন সাবরিনা সুলতানা, জাবের ও আইরিন। যুক্তির লড়াইয়ে মহাপ্রলয় দল বিজয়ী হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াছমিন, সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের চিফ মডারেটর অধ্যাপক নাসিমা আক্তার, সোহরাওয়ার্দী কলেজ অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, ডিবেট ক্লাবের মডারেটর পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছাঃ আছমা আক্তার বেলী এবং মোঃ ফকরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি আওলাদ জিসান এবং সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা এবং ডিবেট ক্লাবের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল, ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কলেজ শাখা ছাত্র ছাত্রশিবির সভাপতি নুরুন্নবী আকন্দ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি কাওছার আলী,সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি ( সোকসাস) ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইয়াসিন মোল্লা, ঢাকা কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি সাহদাত হোসেন, কবি নজরুল সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি আজম খান, তিতুমীর কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি হাবিবুল্লাহ রনি এছাড়া কলেজের ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ সময় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বলেন, "এই ধরনের সৃজনশীল ও গঠনমূলক সংগঠনের সাথে যুক্ত হয়ে তোমরা নিজেদের দক্ষ করে তুলছো এবং একজন মানসম্মত নাগরিক হিসেবে গড়ে উঠছো। এতে করে তোমরা জীবনমান উন্নয়নের পথেও অগ্রসর হচ্ছ। যেমন পাঠ্যবইয়ের পাঠ গ্রহণের মাধ্যমে তোমরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছো, তেমনি এসব সৃজনশীল সংগঠনের মাধ্যমেও আরও সামনের দিকে এগিয়ে যাবে।"
প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, “ আমি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বিতর্ক করেছি। জ্ঞান অর্জনের জন্য বিতর্ক চর্চার বিকল্প নেই। আমি আশা করি সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাব অনেকদূর এগিয়ে যাবে। ”
প্রতিযোগিতার শেষে বিজয়ী ও রানার্সআপ দলের বিতার্কিকদের হাতে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।