শিক্ষা সচিবের রুটিন দায়িত্বে মজিবর রহমান


শিক্ষা সচিবের রুটিন দায়িত্বে মজিবর রহমান

নতুন সচিব নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন অতিরিক্ত সচিব মো. মজিবর রহমান। সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের পর এই অস্থায়ী দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২৪ জুলাই, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখা থেকে জারি হওয়া এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশপত্রে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইব।

নথিতে উল্লেখ করা হয়, 'মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব যোগদান না করা পর্যন্ত এ বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) মো. মজিবর রহমান (পরিচিতি নম্বর-৫৬১৯) সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন।'

এছাড়া আদেশে আরও বলা হয়, 'যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।'

এই রুটিন দায়িত্ব পালনের মাধ্যমে মজিবর রহমান বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম তদারকি করবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×