শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ৪ জরুরি নির্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড
- শিক্ষা ডেস্ক
- প্রকাশঃ ০৯:৫৭ পিএম, ২০ জুলাই ২০২৫

ঢাকা শিক্ষা বোর্ড ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য চারটি জরুরি নির্দেশনা জারি করেছে। সময়মতো রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এই সংক্রান্ত একটি আদেশ ১৯ জুলাই জারি করেন ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার। আদেশটি বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনে প্রকাশিত হয়।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর বোর্ড সময়মতো রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠালেও অনেক প্রতিষ্ঠান তা যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে ব্যর্থ হয়। কখনো কখনো পরীক্ষার মাত্র এক দিন আগেই শিক্ষার্থীরা প্রবেশপত্র হাতে পায়। এতে কোনো শিক্ষার্থীর ফরম পূরণে ভুল থাকলে তা সংশোধনের সময় পাওয়া যায় না।
আরেকটি বড় সমস্যা হলো—অনেক প্রতিষ্ঠান বোর্ডের অনুমোদন ছাড়াই কিছু বিষয়ে শিক্ষার্থী ভর্তি করায়। কিন্তু রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সময় শুধুমাত্র অনুমোদিত বিষয়ের জন্যই ফরম পূরণ করা হয়। প্রবেশপত্র বিতরণ পরীক্ষার ঠিক আগে হওয়ায় ভুল ধরার সুযোগ থাকে না। পরীক্ষার প্রশ্নপত্র তখন প্রশাসনের নিরাপত্তা হেফাজতে থাকায় অননুমোদিত বিষয়ের ফরম সংশোধনেরও সুযোগ থাকে না। এতে শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত হতে হয় এবং তাদের শিক্ষা-জীবন চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।
বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ সম্পন্ন করতেই হবে। নির্ধারিত সময় পেরিয়ে গেলে, এমনকি বিলম্ব ফি দিয়েও ফরম পূরণের সুযোগ আর থাকবে না। এজন্য যথেষ্ট সময় দেওয়া হবে বলেও জানিয়েছে বোর্ড।
সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো—বোর্ড থেকে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র গ্রহণের সাত দিনের মধ্যেই তা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে। কেউ এই নিয়ম লঙ্ঘন করলে এবং এর ফলে জটিলতা তৈরি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।