আশুলিয়া কলেজ প্রশাসনের ভুলে বিপাকে ১৮৬ এইচএসসি পরীক্ষার্থী


আশুলিয়া কলেজ প্রশাসনের ভুলে বিপাকে ১৮৬ এইচএসসি পরীক্ষার্থী

বোর্ড অনুমোদন ছাড়াই পাঠদান ও এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ঘটনায় সাভারের আশুলিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, অনুমোদন না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি সমাজকর্ম, পরিসংখ্যান ও ভূগোল বিষয়ে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার জন্য ১৮৬ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন এবং ফরম পূরণ করেছে। এতে করে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা।

সোমবার (১৪ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, এই ঘটনার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের। তিনি বলেন, প্রতিষ্ঠানটি অনুমোদিত বিষয়ের নাম ব্যবহার করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র সংগ্রহ করেছে, অথচ প্রকৃত পাঠদান চলেছে অননুমোদিত তিন বিষয়ে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, কলেজ কর্তৃপক্ষ পরীক্ষা শুরুর আগে কোনো ধরণের বিভ্রান্তি বা অসামঞ্জস্য বোর্ডকে জানায়নি। বরং পরীক্ষার প্রথম পাঁচটি বিষয়ের পরীক্ষা শেষে ৯ জুলাই মৌখিকভাবে প্রবেশপত্র সংশোধনের আবেদন জানায়। কিন্তু ততক্ষণে প্রশ্নপত্রগুলো পরীক্ষা কেন্দ্রগুলোতে পাঠানো হয়ে যাওয়ায় তা আর পরিবর্তনের সুযোগ ছিল না।

বোর্ডের এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আশুলিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় ছাড়াও ঢাকার আওতাধীন আরও ছয়টি কলেজ একই ধরনের অনিয়ম করেছে। তবে সেসব প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল অনেক কম—মোট ২২ জন। এদিকে আশুলিয়া কলেজেই একাই ১৮৬ শিক্ষার্থী এই অনিয়মের শিকার হয়েছেন, যা বিষয়টিকে আরও গুরুতর করে তুলেছে।

বোর্ড চেয়ারম্যান ড. এহসানুল কবির সতর্ক করে বলেন, এ ধরনের অনিয়ম শিক্ষা ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং এর মাধ্যমে একটি নেতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হবে। এ বিষয়ে শিক্ষা বোর্ড কঠোর অবস্থানে রয়েছে।

এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×