মিটফোর্ডে ব্যবসায়ীর নৃশংস হত্যার প্রতিবাদে ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


মিটফোর্ডে ব্যবসায়ীর নৃশংস হত্যার প্রতিবাদে ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে পাথর মেরে প্রকাশ্যে হত্যা এবং দেশে বিএনপির চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের হল পাড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভিসি চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। সমাবেশে শিক্ষার্থীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘যুবদলের সন্ত্রাস, রুখে দেবে ছাত্রসমাজ’, ‘বিএনপির সন্ত্রাসেরা, হুঁশিয়ার সাবধান’ সহ নানা স্লোগান দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, মিটফোর্ড এলাকায় যুবদলের নেতাকর্মীরা ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করেছে এবং হত্যার পর তার লাশের ওপর বর্বরভাবে নাচাহুঁশিয়ারি করেছে।

ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, “৫ আগস্টের পর থেকে আমরা দেশের উন্নয়নে কাজ করছি, কিন্তু একটি দল তা বাধাগ্রস্ত করছে। সোহাগ হত্যার ভয়াবহ ভিডিও সামনে এসেছে যেখানে স্পষ্ট যে, বিএনপি’র চাঁদাবাজি মেনে না নেয়ায় এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটি আমাদের জন্য এক ভয়াবহ সংকেত যে আমরা আবার নৃশংসতার যুগে ফিরেছি।”

তিনি আরও বলেন, “দেশজুড়ে বিএনপি’র নেতাকর্মীরা চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই সন্ত্রাসীদের পেছনে লন্ডন থেকে ফোনে তাদের নেতা তারেক রহমানের নির্দেশ আসছে।”

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, “আমরা সোহাগ হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই চাঁদাবাজ সন্ত্রাসীদের দ্রুত বিচার চাই। বিগত দশ মাসে বিএনপি’র হাতে শতাধিক হত্যা ঘটেছে। তাদের বিচার না হলে দেশ অস্থিতিশীল থাকবে। সংস্কার ছাড়া নির্বাচন হবে না।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×