জামালপুরের একটি প্রতিষ্ঠান থেকে এসএসসিতে অংশ নেন একজন, করলেন ফেল


জামালপুরের একটি প্রতিষ্ঠান থেকে এসএসসিতে অংশ নেন একজন, করলেন ফেল

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চন্দ্রবাজ হুসনারা ওসমানী বালিকা উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় মাত্র একজন শিক্ষার্থী। তবে দুঃখজনকভাবে সেই শিক্ষার্থীও পাস করতে পারেনি, ফলে প্রতিষ্ঠানটি শূন্য পাসের তালিকায় যুক্ত হয়েছে।

বিদ্যালয়ের একমাত্র পরীক্ষার্থীর ব্যর্থতা প্রতিষ্ঠানটির সার্বিক শৈক্ষিক দুরবস্থার প্রতিচ্ছবি হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, “মাত্র একজন পরীক্ষার্থী থাকলেও তার ফলাফল হতাশাজনক। বিষয়টি নিয়ে আমরা বিশেষ নজরদারি চালাব এবং ব্যর্থতার পেছনের কারণ খুঁজে দেখা হবে।”

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জামালপুর জেলায় এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ২৫ হাজার ৯৭৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৫ হাজার ৬৩৬ জন, যা ৬০.১৯ শতাংশ পাসের হার নির্দেশ করে।

উল্লেখ্য, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন জামালপুর জেলা এবার পাসের হারে অন্যান্য উপজেলার তুলনায় শীর্ষে। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×