আন্দোলনের মুখে ইউআইইউ শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার


আন্দোলনের মুখে ইউআইইউ শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আন্দোলনের মুখে অবশেষে স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। উপাচার্যবিরোধী আন্দোলনে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত শিক্ষার্থীদের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

শনিবার (২১ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. জুলফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কার প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের বহিষ্কার প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে ওইদিন বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।

বহিষ্কার প্রত্যাহারের পর শিক্ষার্থীরা চলতি স্প্রিং ২০২৫ সেশন পর্যন্ত ক্লাস ও একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন। তবে ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে, শনিবার সকাল থেকে রাজধানীর নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করেন ইউআইইউ শিক্ষার্থীরা। তারা স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ৫ দফা দাবি তুলে ধরেন। শিক্ষার্থীরা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা রোববার সকাল ১০টা থেকে নতুন করে বিক্ষোভের কর্মসূচি এবং সারাদেশে 'বাংলা ব্লকেড' ও আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১৩ দফা যৌক্তিক দাবি উপস্থাপন করে আসছিলেন। কিন্তু প্রশাসন এসব দাবি আমলে না নিয়ে বরং আন্দোলন দমনে শিক্ষার্থীদের বিরুদ্ধে বহিষ্কারের মতো কঠোর পদক্ষেপ নেয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×