এসএসসিতে অনুপস্থিত শিক্ষার্থীদের তথ্য চেয়েছে ঢাকা বোর্ড


এসএসসিতে অনুপস্থিত শিক্ষার্থীদের তথ্য চেয়েছে ঢাকা বোর্ড

চলমান এসএসসি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। সোমবার (১২ মে) দুপুরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত একটি চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে এই তথ্য চাওয়া হয়।

চিঠিতে বলা হয়, ২০২৫ সালের চলমান এসএসসি পরীক্ষায় প্রতিদিন কিছুসংখ্যক পরীক্ষার্থী (ফরম পূরণকৃত) অনুপস্থিত থাকছে, বিষয়টি উদ্বেগজনক। এ প্রেক্ষিতে ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের অনুপস্থিতির কারণ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করেছে।

আরও বলা হয়, এমতাবস্থায় আপনার প্রতিষ্ঠানের যে সকল পরীক্ষার্থী ২০২৫ সালের এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিল কিছু এক বা একাধিক বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছে না বা প্রথম দিন থেকেই অনুপস্থিত আছে, তাদের সকলের তথ্য গুগল ফরমের মাধ্যমে আগামী ২৭ (মে) তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

গুগল ফরমের লিংক- https://forms.gle 47kW2ZVKyCX921xz8

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×