চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতৃত্বে ইব্রাহিম ও আলী
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:১৪ পিএম, ০৫ জানুয়ারী ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের ২০২৫ শিক্ষাবর্ষের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। চবি শাখার নতুন সভাপতি হয়েছে মোহাম্মদ ইব্রাহিম ও সেক্রেটারি হয়েছে মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ।
রোববার (৫ জানুয়ারি) বিকাল তিনটায় চট্টগ্রাম সিটির সাফা আর্কেডের মিলনায়তনে ছাত্রশিবির চবি শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত ও সেক্রেটারি মনোনীত হয়।
মোহাম্মদ ইব্রাহিম চবির মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সেক্রেটারি মোহাম্মদ আলী ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।