টানা চার মাস সবজির আগুনছোঁয়া দাম, ক্রেতাদের হাহাকার


টানা চার মাস সবজির আগুনছোঁয়া দাম, ক্রেতাদের হাহাকার

রাজধানীর বাজারে টানা চার মাস ধরে সবজির দাম উচ্চ পর্যায়ে স্থির রয়েছে। বিক্রেতারা বলছেন, মৌসুমের শেষ ও টানা বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় দামের ঊর্ধ্বগতি থামছে না। তবে ক্রেতাদের অভিযোগ, এসব অজুহাতে ব্যবসায়ীরা মনচাহি দাম ধরে রেখেছেন, ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পেঁপে ছাড়া প্রায় সব সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার ঘরে।

আজকের বাজারদর অনুযায়ী, প্রতি কেজি পটল ৭০ টাকা, বেগুন (গোল) ১৬০ টাকা, বেগুন (লম্বা) ১০০ টাকা, শসা ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, করলা ১০০ টাকা, মুলা ৮০ টাকা, ধন্দুল ৮০ টাকা এবং ঝিঙা ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া চিচিঙ্গা ৮০ টাকা, টমেটো ১৩০ টাকা, বরবটি ১০০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, পেঁপে ৩০ টাকা, বাঁধাকপি (ছোট) ৬০ টাকা, গাজর ১৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, লেবু প্রতি হালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে শান্তিনগর বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী মোয়াজ্জেম হোসেন বলেন, “প্রতিটি সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে, কিছু আবার তারও বেশি। গত চার মাস ধরে সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে আছে। আগের মতো এক কেজি না, এখন আধা কেজি সবজি কিনতে হচ্ছে।”

মালিবাগ বাজারের ক্রেতা শহিদুল ইসলাম বলেন, “বিক্রেতারা বলছেন, মৌসুম না থাকায় দাম বেশি। কিন্তু চার মাস ধরে তো একই কথা শুনছি। তাহলে মৌসুম কবে আসবে? এত দাম, অথচ বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ দেখা যায় না।”

এ বিষয়ে মগবাজারের সবজি বিক্রেতা এরশাদ আলী বলেন, “টানা বৃষ্টিতে অনেক খেতের ফসল নষ্ট হয়েছে, ফলে সবজির সরবরাহ কমে গেছে। আবার বেশিরভাগ সবজির মৌসুমও শেষের দিকে। তবে কয়েকদিন পর নতুন সবজি বাজারে আসলে দাম কিছুটা কমবে বলে আশা করছি।”

তিনি আরও জানান, বর্তমানে চাহিদার তুলনায় সবজির সরবরাহ কম থাকায় বাজারে দামের এই অস্থিরতা তৈরি হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×