অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার


অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার

চলতি অক্টোবর মাসের মাসের প্রথম সাত দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা দৈনিক গড় হিসেবে দাঁড়ায় প্রায় ৯ কোটি ৮৮ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গতকাল বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৮ কোটি ৩০ লাখ ডলার, অর্থাৎ চলতি বছরে একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে কিছুটা বৃদ্ধি পেয়েছে।”

বিশেষ করে ৭ অক্টোবর একদিনেই দেশে এসেছে ১৪ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স, যা মাসের শুরুতে এই খাতে ইতিবাচক গতি প্রত্যাশার ইঙ্গিত দিচ্ছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দিন থেকে ৭ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয়ে এসেছে মোট ৮২৭ কোটি ৮০ লাখ ডলার। এই অঙ্কটি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৬০ শতাংশ বেশি, যা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য অগ্রগতি নির্দেশ করে।

এদিকে চলতি অর্থবছরের পূর্ববর্তী তিন মাসের তথ্য ঘেঁটে দেখা যায়, সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

২০২৪-২৫ অর্থবছর জুড়ে এখন পর্যন্ত প্রাপ্ত রেমিট্যান্সের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে রেমিট্যান্স আয়ের সর্বোচ্চ রেকর্ড হিসেবে চিহ্নিত হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×