৫ ব্যাংক একীভূত করে হবে একটি, ২০ হাজার কোটি টাকা দেবে সরকার
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১১:৪৪ পিএম, ০৯ অক্টোবর ২০২৫

পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামি ব্যাংককে একীভূত করে একটি নতুন শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা পেয়েছে চূড়ান্ত অনুমোদন। নতুন এই ব্যাংকের মূলধন জোগাতে সরকার বরাদ্দ দিচ্ছে ২০ হাজার কোটি টাকা।
প্রস্তাবিত এই একীভূত ব্যাংকে অন্তর্ভুক্ত হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (পিএলসি), গ্লোবাল ইসলামী ব্যাংক (পিএলসি), ইউনিয়ন ব্যাংক (পিএলসি), এক্সিম ব্যাংক (পিএলসি) এবং সোশ্যাল ইসলামী ব্যাংক (পিএলসি)। এই পাঁচটি ব্যাংকের আর্থিক দুরবস্থা, প্রশাসনিক দুর্বলতা ও খেলাপি ঋণের চাপের কারণে দীর্ঘদিন ধরেই তারা নজরদারিতে ছিল।
বৃহস্পতিবার, ৯ অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই একীভূতকরণের প্রস্তাব অনুমোদন পায়। পরে বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সামনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন।
তিনি জানান, “প্রাথমিকভাবে প্রস্তাবিত নতুন ব্যাংকের জন্য ৪০ হাজার কোটি টাকার অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। প্রস্তাবিত নতুন ব্যাংকের মূলধন বিষয়ে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বেইল-ইন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যমান প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার আমানত মূলধনের রূপান্তর ও অবশিষ্ট ২০ হাজার কোটি টাকা সরকার মূলধন হিসেবে দেবে।”
নতুন এই ব্যাংকের জন্য দুটি সম্ভাব্য নাম প্রস্তাব করা হয়েছে- ইউনাইটেড ইসলামী ব্যাংক এবং সম্মিলিত ইসলামী ব্যাংক। তবে চূড়ান্ত নাম এখনো নির্ধারিত হয়নি।