পাঁচ ইসলামী ব্যাংক একীভূত নিয়ে প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:১০ পিএম, ০৯ অক্টোবর ২০২৫

বাংলাদেশের ব্যাংক খাতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে সরকার। শরিয়াহ্ ভিত্তিক পাঁচটি বেসরকারি ব্যাংককে একীভূত করে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ইসলামি ব্যাংক গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থ মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, একীভূত ব্যাংকটি প্রাথমিকভাবে সরকারের মালিকানায় পরিচালিত হবে এবং অর্থ বিভাগের অধীনে থাকবে। তবে নির্দিষ্ট সময় পর এটিকে বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনাও রয়েছে।
এ বিষয়ে কর্মকর্তারা আশ্বস্ত করে জানিয়েছেন, "একীভূতকরণের কারণে কোনো কর্মী চাকরি হারাবেন না এবং কোনো আমানতকারী তার জমা অর্থ হারাবেন না।"
যে পাঁচটি ব্যাংক নিয়ে নতুন শরিয়াহ্ ভিত্তিক ব্যাংকটি গঠিত হবে, সেগুলো হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক।
একই বৈঠকে ব্যাংক ও বীমা খাত সংশ্লিষ্ট আমানত সুরক্ষা আইনকে সময়োপযোগী করে সংশোধনের সিদ্ধান্তও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।