ক্ষুদ্র-মাঝারি শিল্প বিকাশে ১২১৭ কোটি টাকা দেবে এডিবি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:৫০ পিএম, ০৯ অক্টোবর ২০২৫

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সম্প্রসারণে আরও একধাপ এগিয়ে আসছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি বাংলাদেশকে ১০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে, যা স্থানীয় মুদ্রায় প্রায় ১ হাজার ২১৭ কোটি ৫০ লাখ টাকা (প্রতি ডলার ১২১ টাকা ৭৫ পয়সা হিসেবে হিসাব করা হয়েছে)।
এই ঋণ সহায়তা দেওয়া হবে ‘সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায়। বৃহস্পতিবার, ৯ অক্টোবর রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির পক্ষে বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং চুক্তিতে সই করেন।
উক্ত প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক। প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে শুরু করে ২০৩০ সালের মার্চ পর্যন্ত। মূলত ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরের এলাকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে উৎসাহিত করতে এবং বেসরকারি উদ্যোক্তাদের স্বল্প ও মধ্যমেয়াদি ঋণ সুবিধা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এডিবির এই অর্থায়ন পাওয়া গেছে ‘অর্ডিনারি অপারেশন (কনসেশনাল)’ শর্তে, যার সুদের হার বার্ষিক ২ শতাংশ এবং পরিশোধের সময়সীমা ২৫ বছর, যার মধ্যে প্রথম ৫ বছর গ্রেস পিরিয়ড হিসেবে থাকবে।
বাংলাদেশে দীর্ঘদিন ধরেই এডিবি অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। ১৯৭৩ সালে বাংলাদেশ এডিবির সদস্যপদ পাওয়ার পর থেকে এখন পর্যন্ত সংস্থাটি বাংলাদেশ সরকারকে প্রায় ৩৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ এবং ৬৩৩ দশমিক ৮ মিলিয়ন ডলারের অনুদান সহায়তা দিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, কৃষি, পানি, স্থানীয় সরকার এবং সুশাসনের মতো খাতে এডিবির সহায়তা বিশেষভাবে লক্ষ্যণীয়।