এনবিআর সদস্য বেলালকে সরিয়ে প্রজ্ঞাপন
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:১৪ পিএম, ০৮ অক্টোবর ২০২৫

দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হলো প্রশাসনিক পদক্ষেপ। এনবিআরের মূসক বাস্তবায়ন ও তথ্যপ্রযুক্তি শাখার সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে তার দায়িত্ব থেকে সরিয়ে আপিল ট্রাইব্যুনালে বদলি করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গত বুধবার, ৮ অক্টোবর, এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। এতে উল্লেখ করা হয়, বেলাল হোসাইন এখন থেকে আপিল ট্রাইব্যুনালে দায়িত্ব পালন করবেন।
এর এক দিন আগে, ৭ অক্টোবর, দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযোগ, তিনি প্রায় ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং সেই সম্পদের তথ্য গোপন করেছেন। মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান। এটি দাখিল করা হয়েছে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ।
দুদকের এজাহারে বলা হয়, “বেলাল হোসাইন তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদের ‘তথ্য গোপন’ করেছেন।” এছাড়া, এজাহারে আরও উল্লেখ রয়েছে, “সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ‘দুর্নীতির মাধ্যমে’ এসব সম্পদ অর্জন করলেও তা প্রকাশ না করে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য’ দিয়েছেন।”
মোট ৪ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, যা দুদকের ভাষ্যমতে, জ্ঞাত আয়ের বাইরে অর্জিত।