আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:৫১ এম, ০৮ অক্টোবর ২০২৫

দেশের স্বর্ণবাজারে আবারও রেকর্ড গড়ল দাম। আজ বুধবার (৮ অক্টোবর) থেকে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকায়—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা মূল্য বৃদ্ধি করে নতুন দাম ঘোষণা করে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দর কমলেও দেশের বাজার পরিস্থিতি বিবেচনায় মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা।
বাজুসের নির্দেশনা অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার নকশা ও মানভেদে এই মজুরিতে তারতম্য হতে পারে।
এর আগে, গত ৬ অক্টোবর বাজুস সর্বশেষ স্বর্ণের দাম বাড়িয়েছিল। তখন ভরিতে ৩ হাজার ১৫০ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৭২৬ টাকা, যা সে সময় পর্যন্ত সর্বোচ্চ ছিল।
২০২৫ সালে এটি নিয়ে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো—যার মধ্যে ৪৪ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে। গত বছরও (২০২৪) একই সংখ্যক বার দাম সমন্বয় হয়েছিল; তবে তখন ৩৫ বার দাম বৃদ্ধি ও ২৭ বার হ্রাস করা হয়।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হবে ৪ হাজার ৬৫৪ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৪৪৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।