পুঁজিবাজারে বড় দরপতন, একদিনে বাজার মূলধন কমলো ৭ হাজার কোটি টাকা


পুঁজিবাজারে বড় দরপতন, একদিনে বাজার মূলধন কমলো ৭ হাজার কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (৭ অক্টোবর) লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ শেয়ারের দর উল্লেখযোগ্যভাবে কমেছে। এতে এক্সচেঞ্জের সব প্রধান সূচক প্রায় ১ শতাংশ বা তার বেশি হ্রাস পেয়েছে। অতিরিক্ত বিক্রির প্রভাবে লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। একদিনের বড় দরপতনে ডিএসইর বাজার মূলধন ৭ হাজার ৪৪ কোটি টাকার বেশি কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে মোট ৪০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৫টির দর বেড়েছে, ২৮২টির দর কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত ছিল। দর কমা শেয়ারের মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৩৮টি, ‘বি’ ক্যাটাগরির ৭১টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৭৩টি রয়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭৭ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের দিন এটি ৫ হাজার ৪২৫ পয়েন্টে বন্ধ হয়েছিল। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১০ পয়েন্ট কমে ১ হাজার ১৬২ পয়েন্টে নেমেছে, আর ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট কমে ২ হাজার ৬৫ পয়েন্টে অবস্থান নিয়েছে।

সূচকের পতনে সবচেয়ে বেশি নেতিবাচক ভূমিকা পালন করেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। দ্বিতীয় সর্বোচ্চ প্রভাব ফেলেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এছাড়া বিএটিবিসি, সিটি ব্যাংক এবং গ্রামীণফোনও সূচককে নিম্নমুখী করেছে।

আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৮৭ কোটি ৪৮ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৭৩৬ কোটি ৮২ লাখ টাকার তুলনায় ৫০ কোটি ৬৬ লাখ টাকা বেশি। লেনদেনে সবচেয়ে বেশি শেয়ারের হাতবদল হয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির, যার মোট লেনদেন ২৭ কোটি ১৮ লাখ টাকার হয়েছে।

দিনশেষে ডিএসইর সব কোম্পানি, করপোরেট বন্ড, ডিভেঞ্চার, ট্রেজারি বন্ড এবং মিউচুয়াল ফান্ডের বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২২ হাজার ৮২ কোটি ৯৮ লাখ টাকায়। আগের দিন এটি ছিল ৭ লাখ ২৯ হাজার ১২৭ কোটি ৪৮ লাখ টাকা।

অপরদিকে, দেশের দ্বিতীয় বৃহত্তম পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও আজ অধিকাংশ শেয়ারের দর কমেছে। সিএসইর সব সূচক বড় পতন দেখেছে এবং লেনদেনের পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে।

সিএসইর সার্বিক সূচক (সিএসপিআই) ১০৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৮৩ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৫৮ পয়েন্ট কমে ৯ হাজার ২৬৬ পয়েন্টে নেমেছে। আজ এখানে ২১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যার মধ্যে ৬৩টির দর বেড়েছে, ১৩৬টির কমেছে এবং ১৮টির অপরিবর্তিত ছিল।

আজ সিএসইতে মোট লেনদেন হয়েছে ১২ কোটি ২৩ লাখ টাকা, যা আগের দিনের ১২ কোটি ৫৫ লাখ টাকার তুলনায় কিছুটা কম।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×