এলপিজি সিলিন্ডারের দাম আরও কমলো
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:১২ পিএম, ০৭ অক্টোবর ২০২৫

ভোক্তা পর্যায়ে আবারও কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “অক্টোবর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৭০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৪১ টাকা করা হয়েছে।” এর আগে গত ২ সেপ্টেম্বর সর্বশেষ সমন্বয়ে ৩ টাকা কমানো হয়েছিল এই সিলিন্ডারের দাম।
এদিন অটোগ্যাসের দামও হ্রাসের ঘোষণা দিয়েছে বিইআরসি। নতুন ঘোষণায় ভোক্তা পর্যায়ে প্রতি লিটারে ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা ৭৭ পয়সা, যা মূল্য সংযোজন কর (মূসক)সহ কার্যকর হবে অক্টোবর মাস জুড়ে।
বিইআরসি জানায়, সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের অক্টোবরে গড় সৌদি সিপি (Contract Price) প্রতি মেট্রিক টনে ৪৮২ মার্কিন ডলার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ধরা হয়েছে ৩৫:৬৫।
উল্লেখ্য, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম সাতবার বেড়েছে এবং চারবার কমেছে। সর্বশেষ সেপ্টেম্বরে দাম অপরিবর্তিত ছিল, আর নভেম্বরে আবারও কমার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট সূত্র।