বাংলাদেশকে সুখবর দিল বিশ্বব্যাংক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:৩২ পিএম, ০৭ অক্টোবর ২০২৫

চলতি ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৮ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আগের অর্থবছরে এই প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৯৭ শতাংশ।
মঙ্গলবার (৭ অক্টোবর) প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানায় সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রবৃদ্ধির এই ধারা আগামী অর্থবছরেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
বিশ্বব্যাংক জানায়, মূল্যস্ফীতি কিছুটা কমে আসা এবং ব্যক্তি খাতের ভোগব্যয় বৃদ্ধিই এই প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। তবে রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যাংক খাতের দুর্বলতা বিনিয়োগের গতি শ্লথ রাখতে পারে বলেও সংস্থাটি সতর্ক করেছে।
এর আগে, গত সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) জানিয়েছিল, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশে পৌঁছাতে পারে।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক জ্যঁ পেম বলেন, “এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য বাংলাদেশের এখনই জোরেশোরে প্রস্তুতি নেওয়া উচিত। এতে সুযোগ যেমন বাড়বে, তেমনি চ্যালেঞ্জও থাকবে। সরকারকে এ বিষয়ে আরও সক্রিয় হতে হবে এবং বেসরকারি খাতকে উপযোগী করে তুলতে হবে।”
বিশ্বব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী, বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ কাঠামোর ফলে বাংলাদেশ রপ্তানিতে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে পারবে। তবে আমদানি স্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে চলতি হিসাব আবার ঘাটতিতে পড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
সংস্কারের ফলে রাজস্ব আয় বৃদ্ধি পেতে পারে, ফলে বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে থাকবে বলে ধারণা করছে বিশ্বব্যাংক। পাশাপাশি, আগামী অর্থবছরে সরকারি ঋণ জিডিপির ৪১ দশমিক ৭ শতাংশে পৌঁছাবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
তবে ব্যাংক খাতের দুর্বলতা, রাজনৈতিক অস্থিরতা এবং সংস্কার বাস্তবায়নে বিলম্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক।