জনগণ ট্যাক্স দেয় কিন্তু সেবা পায় না, ক্ষুব্ধ তো হবেই: অর্থ উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:৪১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশে কর দেওয়া সত্ত্বেও নাগরিকরা সেবা না পাওয়ায় হতাশ ও ক্ষুব্ধ হচ্ছেন—এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন: রাজস্ব স্থিতি, অবকাঠামো বাস্তবায়ন ও ইসলামি মানি মার্কেট উন্নয়ন’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
অর্থ উপদেষ্টা বলেন, “বাইরের দেশে বেশি ট্যাক্স দিলেও সরকারের পক্ষ থেকে ভালো সেবা পাওয়া যায়। আমাদের দেশে জনগণ ট্যাক্স দেয়, কিন্তু সেবা পায় না। তাহলে লোকজন তো একটু গোস্সা করবেই।”
তিনি আরও বলেন, “আমাদের দেশে অর্থায়নের অভাব রয়েছে। সরকারি কর্মকর্তারা মনে করেন সবকিছু দেয়া সম্ভব, কিন্তু বাস্তবে যা অর্থের সামর্থ্য, আমরা সেটি পাচ্ছি না। ট্যাক্স ও নন-ট্যাক্স রেভিনিউ আমাদের অনেক কম। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও মাত্র ৭.২ শতাংশ, যেখানে ব্রাজিলে এটি ২৬ শতাংশ। তারা ট্যাক্স দেয়, সেবা পায়। আমাদের দেশে ট্যাক্স দেয়, সেবা পায় না। তাই জনগণ ক্ষুব্ধ হয়। আমি প্রায়ই এনবিআর সদস্যদের বলি, ‘ভাই, একটু সেবা দিন’। সেবা ভালো দিলে আমরা ট্যাক্স আরও বেশি দিতে পারি। সেবা না দিলে তা সম্ভব নয়।”
সালেহউদ্দিন আহমেদ পুঁজিবাজারকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন এবং বলেন, সুকুক বন্ড সম্প্রসারণ এবং বিনিয়োগকারীদের ঝুঁকি সম্পর্কে সচেতন করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্স’র অধ্যাপক এম. কবীর হাসান। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মানসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক প্রমুখ।