গ্রামীণফোনের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:২০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৫

দুই মোবাইল অপারেটর রবি আজিয়াটা ও বাংলালিংক প্রতিযোগিতা কমিশনে অভিযোগ করেছে, গ্রামীণফোন সিম বিক্রিতে প্রতিযোগিতা আইন লঙ্ঘন করছে। অভিযোগে বলা হয়েছে, গ্রামীণফোন বাজারে আগ্রাসী কৌশল ব্যবহার করে কৃত্রিমভাবে সিমের দাম কমাচ্ছে, প্রতারণামূলক মূল্য নির্ধারণ করছে এবং খুচরা বিক্রেতাদের নিয়ন্ত্রণে বৈষম্যমূলক শর্ত আরোপ করছে। এতে প্রতিযোগী অপারেটরদের বাজারে প্রবেশাধিকার সীমিত হচ্ছে এবং দীর্ঘ মেয়াদে একচেটিয়া পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি বাড়ছে।
গত জানুয়ারিতে রবি কমিশনে গ্রামীণফোনের বিরুদ্ধে অভিযোগ জানায়। গ্রামীণফোন পরে প্রতিযোগিতা কমিশনের বিচারিক এখতিয়ার চ্যালেঞ্জ করলেও সোমবার (২২ সেপ্টেম্বর) কমিশন চ্যালেঞ্জ খারিজ করে অভিযোগকে গ্রহণ করেছে।
প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান জানান, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে শুনানির তারিখ জানানো হবে।
এর আগে, ১৭ সেপ্টেম্বর প্রতিযোগিতা কমিশনের কার্যালয়ে তিন অপারেটরের আইনজীবীরা শুনানিতে অংশ নেন। শুনানিতে গ্রামীণফোন ও রবি নিজেদের বক্তব্য তুলে ধরে। তবে বাংলালিংক আরও সময় চেয়ে আবেদন করে। বাংলালিংকের অভিযোগের শুনানি আগামী মাসে অনুষ্ঠিত হবে।
রবি ও বাংলালিংক কমিশনের কাছে চেয়েছে, গ্রামীণফোনের কার্যক্রম তদন্ত করা, উৎপাদন ও বিপণন খরচের চেয়ে কম দামে সিম বিক্রি বন্ধে নির্দেশনা জারি করা, অস্বাভাবিক মূল্য নির্ধারণ রোধ করা, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করা।