সম্পদ বিক্রিতে পাওয়ার অব অ্যাটর্নি সই করলেন নাসা গ্রুপের চেয়ারম্যান


সম্পদ বিক্রিতে পাওয়ার অব অ্যাটর্নি সই করলেন নাসা গ্রুপের চেয়ারম্যান

শ্রমিকদের বকেয়া পরিশোধে অর্থসংকট কাটাতে বড় পদক্ষেপ নিয়েছে নাসা গ্রুপ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সম্পদ বিক্রির জন্য খসড়া পাওয়ার অব অ্যাটর্নিতে সই করেছেন বলে নিশ্চিত করেছে কোম্পানির কর্তৃপক্ষ।

শনিবার, ২০ সেপ্টেম্বর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “নাসা গ্রুপের চেয়ারম্যান শ্রমিকদের বেতন পরিশোধ করার জন্য বিভিন্ন সম্পত্তি বিক্রি সংক্রান্ত খসড়া পাওয়ার অব অ্যাটর্নি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিতে সই করেন।” এতে আরও উল্লেখ করা হয়, এই সিদ্ধান্তের ফলে চলতি মাসেই শ্রমিকদের বকেয়া বেতন ও ভাতা পরিশোধে অগ্রগতি হবে।

জানা গেছে, যেসব সম্পদ বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে গুলশান ৭ নম্বর রোডে অবস্থিত প্লট-৬, আশুলিয়ার তৈয়বপুর মৌজায় পাঁচ বিঘা জমির ওপর নির্মিত সাততলা একটি ভবন যার মোট আয়তন ২ লাখ ৬ বর্গফুট, নারায়ণগঞ্জের চর চেঙ্গাকান্দি মৌজায় দশ বিঘা জমি, প্রায় ৮৬ কোটি টাকার শেয়ার এবং রাজউকের একটি প্লট।

নাসা গ্রুপ জানিয়েছে, “উপর্যুক্ত সম্পত্তি বিক্রির জন্য খসড়া পাওয়ার অব অ্যাটর্নি সই হওয়ায় খুব কম সময়ের মধ্যে অন্যান্য প্রক্রিয়াদি সম্পন্ন করে তাদের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×