দেশের সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল: অর্থ উপদেষ্টা


দেশের সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল: অর্থ উপদেষ্টা

দেশে সামগ্রিক মূল্যস্ফীতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং সম্প্রতি খাদ্যবহির্ভূত খাতে মুদ্রাস্ফীতি কিছুটা কমেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি আরও আশ্বস্ত করেছেন, যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি শুরু হলেও ভোক্তাদের ওপর কোনো অতিরিক্ত চাপ পড়বে না।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।

আমদানি শুল্ক সমন্বয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, এটা নির্ভর করবে বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর। তারা ঘাটতি পূরণের জন্য কোন কোন পণ্য আনতে পারে সেটা নির্ধারণ করবে। আপাতত আমরা মোটামুটি স্বস্তিকর অবস্থানে আছি।

তিনি আরও বলেন, আমেরিকা থেকে কিছু পণ্য আনতে ভিয়েতনামের তুলনায় খরচ বেশি হবে। উদাহরণ হিসেবে গমের কথা বলা যায় সেক্ষেত্রে আমদানি মূল্য বাড়বে, তবে মান অনেক ভালো হবে। আমরা ট্যারিফ এড়িয়ে ঘাটতি কমাতে চাইছি, এতে কিছুটা খরচ বাড়া স্বাভাবিক।

ভোক্তাদের ওপর প্রভাব পড়বে কিনা জানতে চাইলে ড. সালেহউদ্দিন জানান, না, ভোক্তাদের ওপর কোনো বাড়তি চাপ আসবে না। আমরা টিসিবিসহ নানা খাতে ভর্তুকি দিচ্ছি, যাতে সাধারণ মানুষ স্বস্তি পায়।

মূল্যস্ফীতি পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, এখনও পর্যন্ত মুদ্রাস্ফীতিতে প্রভাব পড়েনি। তবে বড় সমস্যা হচ্ছে পাইকারি ও খুচরা বাজারে। তারা অর্থনীতির স্বাভাবিক ধারার বাইরে চলে যাচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশে এমনটা খুব একটা দেখা যায় না।

কর্মসংস্থান নিয়ে অর্থনীতিবিদদের উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, ওরা যে বিশেষণ ব্যবহার করেছে সেটা পুরোপুরি প্রযোজ্য নয়। তবে কর্মসংস্থান অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ। কারণ এটি মূলত বেসরকারি খাতনির্ভর। ব্যবসা-বাণিজ্যে মন্থরতা এলে কর্মসংস্থানে প্রভাব পড়ে। কিন্তু এটাকে ভয়ংকর বলা ঠিক হবে না, বরং মনোযোগ আকর্ষণের জন্যই এমন মন্তব্য করা হচ্ছে।

ট্যাক্স নিয়ে তিনি বলেন, অনেকেই আছেন যারা ট্যাক্স ফরম পূরণ করতে পারেন না। আমরা আইনজীবীদের সময় দিয়েছি, যাতে তারা সামান্য ফি নিয়ে এ কাজ করে দেন। এতে সাধারণ মানুষ উপকৃত হবে।

এছাড়া বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। এর মধ্যে রয়েছে নতুন বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন, এলএনজি আমদানি এবং এমওপি ও ইউরিয়া সার আমদানির অনুমোদন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×